ফের রাজধানীতে মিলল এক ব্যক্তির মৃতদেহ। মঙ্গলবার মেলার মাঠ বিক্রমসাগরের জলে ভাসমান অবস্থায় মিলে এক ব্যক্তির দেহ ।ঘটনায় এলাকায় চাঞ্চল্য। রাজধানীতে মৃতদেহ উদ্ধারে ঘটনা নতুন নয়। বিভিন্ন জায়গায় প্রায়শই উদ্ধার হয় অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ।মেলানমাঠ বিক্রম সাগরেও মৃতদেহ উদ্ধারে ঘটনা নতুন নয় ।মঙ্গলবার সকালে ফের মিলল এক ব্যক্তির দেহ। এদিন স্থানীয় লোকজন জলের মধ্যে ভাসমান অবস্থায় এক ব্যক্তি দেহ দেখতে পান । ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পুলিশ। জল থেকে মৃতদেহ তোলা হয়। মৃত ব্যক্তির নাম না বলতে পারলো অনেকেই জানিয়েছেন বটতলা রিকশা স্ট্যান্ডে থাকতেনএই ব্যক্তি । প্রায় প্রতিদিনই এই বিক্রম সাগরে এসে স্নান করতেন । প্রকৃত নাম কি তা জানা যায়নি। তবে অনেকেই তাকে সাধু হিসাবে ই চিনতেন। এদিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠান। মামলা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য।