Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যগোমতী জেলা দিশা কমিটির পর্যালোচনা সভায় কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী

গোমতী জেলা দিশা কমিটির পর্যালোচনা সভায় কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী

গোমতী জেলায় দিশা কমিটির পর্যালোচনা সভা আজ গোমতী জিলা পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক । সভায় এমজিএন রেগা , প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা , প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ও শহর , বিদ্যুৎ , মৎস্য , কৃষি , উদ্যান ও ভূমি সংরক্ষণ , বিদ্যালয় শিক্ষা , পূর্ত , পানীয়জল ও স্বাস্থ্যবিধান , জলসম্পদ , স্বাস্থ্য , ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন , বন , সমাজকল্যাণ ও সমাজশিক্ষা , গ্রামোন্নয়ন , ব্যাঙ্ক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ সংশ্লিষ্ট ক্ষেত্রের উন্নয়নমূলক কাজগুলির বাস্তবায়নের তথ্য তুলে ধরেন । সভায় উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া , গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী , বিধায়ক বিপ্লব কুমার ঘোষ , বিধায়ক রঞ্জিৎ দাস , এমডিসি পদ্মলোচন ত্রিপুরা , গোমতী জেলার জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার , পঞ্চায়েত সমিতি এবং ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যানগণ , উদয়পুর , অমরপুর এবং করবুক মহকুমার মহকুমা শাসকগণ , জেলার বিভিন্ন ব্লকের বিডিওগণ , বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ । , সভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন , কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলি যথা সময়ে শেষ করতে হবে । জেলায় পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত অর্থ সঠিক সময়ের মধ্যে ব্যয় করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন । জেলায় অমৃত সরোবরের কাজকে ১৫ আগস্ট , ২০২৩ এর মধ্যে শেষ করার জন্য তিনি পরামর্শ দেন । তিনি বলেন , গোমতী জেলায় সড়ক , বিদ্যুৎ ও পানীয়জল এই তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কাজ করতে হবে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য