গোমতী জেলায় দিশা কমিটির পর্যালোচনা সভা আজ গোমতী জিলা পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক । সভায় এমজিএন রেগা , প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা , প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ও শহর , বিদ্যুৎ , মৎস্য , কৃষি , উদ্যান ও ভূমি সংরক্ষণ , বিদ্যালয় শিক্ষা , পূর্ত , পানীয়জল ও স্বাস্থ্যবিধান , জলসম্পদ , স্বাস্থ্য , ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন , বন , সমাজকল্যাণ ও সমাজশিক্ষা , গ্রামোন্নয়ন , ব্যাঙ্ক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ সংশ্লিষ্ট ক্ষেত্রের উন্নয়নমূলক কাজগুলির বাস্তবায়নের তথ্য তুলে ধরেন । সভায় উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া , গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী , বিধায়ক বিপ্লব কুমার ঘোষ , বিধায়ক রঞ্জিৎ দাস , এমডিসি পদ্মলোচন ত্রিপুরা , গোমতী জেলার জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার , পঞ্চায়েত সমিতি এবং ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যানগণ , উদয়পুর , অমরপুর এবং করবুক মহকুমার মহকুমা শাসকগণ , জেলার বিভিন্ন ব্লকের বিডিওগণ , বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ । , সভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন , কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলি যথা সময়ে শেষ করতে হবে । জেলায় পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত অর্থ সঠিক সময়ের মধ্যে ব্যয় করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন । জেলায় অমৃত সরোবরের কাজকে ১৫ আগস্ট , ২০২৩ এর মধ্যে শেষ করার জন্য তিনি পরামর্শ দেন । তিনি বলেন , গোমতী জেলায় সড়ক , বিদ্যুৎ ও পানীয়জল এই তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কাজ করতে হবে ।



