হিন্দি সিনেমার কায়দায় গভীর রাতে বাড়িতে ঢুকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো রাজধানীতে। ঘটনা ইষ্ট আড়ালিয়া পূর্ব চাম্পামুরা এলাকায়। জানা যায় রাত প্রায় বারোটা নাগাদ এক দম্পত্তি আত্মীয়ের বাড়ি থেকে জন্মদিনের নিমন্ত্রণ সেরে এসে ঘুমোতে যায় ঠিক তখনই রাত্র ১:৩০ মিনিটে দরজা ভেঙে চারজন অচেনা লোক তাদেরকে উঠতে বলে এবং তৎক্ষনাৎ ধারালো অস্ত্র দিয়ে স্বামী ও স্ত্রী উভয়ের উপর আক্রমণ চালায় ও বাড়ি থেকে টাকা পয়সা স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতের দল, তারপর প্রায় সাড়ে তিনটে নাগাদ পূর্ব থানার পুলিশকে জানানো হলে পুলিশ প্রাথমিক তদন্ত সেড়ে চলে যায় এবং ঘটনার সুরাহা নিয়ে কোন প্রকার আশ্বাস দেননি বলে জানা যায়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হওয়া স্বামী এবং স্ত্রী পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন এবং তাদের প্রায় ২ লক্ষ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। এদিনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।



