সোমবার রাজধানীর আগরতলা প্রেসক্লাবে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে ৪৪ দফা দাবিতে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে সংগঠনের নেতৃত্ব জানান রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য কমিটির কার্যকলাপে ত্রিপুরা রাজ্যে উত্তরোরন বৃদ্ধি লাভ করছে । পার্টির শক্তি ত্রিপুরা রাজো বর্তমানে দৃশ্যমান হচ্ছে। বিশেষ করে জনজাতিদের স্বার্থে পার্টি সর্বশক্তি দিয়ে বিগত এক বছর ধরে কাজ করে চলেছে। পার্টি রাজ্য কমিটির তরফে যে ৪৪ দফা দাবি নির্ধারন করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ রাজাবাসীর জন্য সরকারি যেসব সুযোগ সুবিধা গুলো আছে তা অতিদ্রুত বাস্তবায়ন করা , বেকার সমস্যা সমাধানে রাজ্য সরকারের কর্মচারীদের পাওনা মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া , জনজাতিদের অধির রক্ষায় আরো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহন করা , NIET / TNV / ATTE থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা ভাইদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জীবন জীবীকার মান উন্নয়ন ঘটানোর জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে তাদের যে শান্তি চুক্তি হয়েছিল তার খুব শীঘ্র সঠিক বাস্তবায়ন করা , রাজ্যের বিভিন্ন অংশে রাস্তা ঘাটের বেহাল অবস্থা সে বিষয়ে সরকার নজর দেওয়া উদ্বৃত্ত বিদ্যুৎ থাকার পরেও রাজ্যের বিভিন্ন আশে ঘন্টার পর ঘন্টা লোড সেডিং করে রাখার মত জনদুর্ভোগ বন্ধ করা , রাজ্যের বিভিন্ন প্রান্তে বর্তমানে ভিষণভাবে জঙ্গি উপচর বৃদ্ধি পেয়েছে গত বছরের ডিসেম্বর মাসে ‘ রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য সভাপতি শ্রী সত্যজিৎ দাসকে একদল জঙ্গী গোষ্ঠীর তরফে হুমকি প্রদান করা হয়েছিল । এই বিষয়ে তৎকালীন পুলিশ মহানির্দেশকে জানানো হলেও সুনিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা রাজ্য পুলিশ কর্তৃপক্ষ করেনি । বর্তমানে রাজ্য সভাপতি শ্রী সত্যজিৎ দাস , কার্যকরী সভাপতি শ্রী অনন্ত দেববর্মা এবং সাধারণ সম্পাদক শ্রী জিতেন দেববর্মা সহ বিভিন্ন নেতৃত্বদের সঠিক নিরাপত্তা প্রদান করার জন্য আমরা দাবি জানাচ্ছি । আগামী কাউন্সিল নির্বাচনে পার্টি প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এই নির্বাচনকে সামনে রেখে পাটি গ্রামস্তরে কর্মসূচি করে চলেছে । উল্লেখ্য গড় কিছুদিন আগে সিপাহীজলা জেলা , ঊনকোটি জেলা , ধলাই জেলার বিভিন্ন স্থানে নির্ধারিত পার্টির কর্মসূচি থাকলেও রাজ্য সভাপতি শ্রী সত্যজিৎ দাসকে কিছু এলাকায় ঢুকতে সমাজদ্রোহীরা বাঁধা দেয়। সুতরাং সেদিকে লক্ষ রেখে আজকের এই প্রেস মিটের মাধ্যমে NDA শরিক দল হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা, মুখ্যসচিব এবং পুলিশ মহানির্দেশক শ্রী অমিতাভ রঞ্জন সহ সংশ্লিষ্ট আধিকারিকদের দৃষ্টি আকর্ষন করেছেন যে অতিসম্বর জনস্বার্থে এই ৪৪ দফা দাবি পূরণের জন্য যেন সঠিক পদক্ষেপ গ্রহন করা হয় এর পাশাপাশি প্রায় এক বছর ধরে উপেক্ষিত পার্টির রাজ্য সভাপতি শ্রী সত্যজিৎ দাস সহ রাজ্য স্তরের নেতৃত্বদের নিরাপত্ত সংক্রান্ত বিষয়টি আগামী ১২ দিনের মধ্যে সমাধান করতে হবে । তা না হলে পার্টির যুব সংগঠন আসাম – আগরতলা জাতীয় সড়ক অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করার সিদ্ধার গ্রহন করেছে বলে জানান। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সভা কার্যকরী সভাপতি অন্য দেব , সহ সভাপতি ডাঃ স্বপন দেব , সাধারন সম্পাদক জিতেন দেববর্মা , স্পেশাল পলিটিকাল অডভাইজার আসফাক ওয়াই পেটেল , এবং যুব নেতৃত্ব অজিত দেববর্মা ।



