রবিবার রাজধানীর অন্যতম বনেদি ক্লাব নেতাজি প্লে সেন্টারের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা মেয়র দীপক মজুমদার বিধায়ক সুরজিত দত্ত সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন রক্তদান মহৎ দান, রক্তদানের কোন বিকল্প নেই, রক্তের কোন জাত বা ধর্ম নেই। এই রক্তদানের মাধ্যমে একজন মানুষের জীবন বাঁচানোর মতো মহৎ কাজ করা সম্ভব। তাছাড়া তিনি আরো বলেন রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরো উন্নততর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, বর্তমান সরকারের আমলে আগরতলা জিবি হাসপাতালে সুপার স্পেশালিটি চিকিৎসা পরিষেবা চালু হয়েছে যার উদাহরণস্বরূপ তিনি বলেন বিগত কিছুদিন পূর্বে আগরতলা শিশু বিহার স্কুলের এক শিশু শিক্ষার্থী রাস্তা পার হতে গিয়ে পথ দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছিল তাকে বাঁচানো যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। কিন্তু সে সেই দুরবস্থা কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে, তাছাড়া নিউরো সার্জারি, কার্ডিওলজি, ক্যাথল্যাব এর মত চিকিৎসা পরিষেবা সফলভাবে প্রদান করছেন চিকিৎসকরা তাতে বলা চলে যে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা বিগত দিনের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে। তাছাড়া রাজ্যের প্রতিটি জেলার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা পরিষেবা উন্নততর করার যে লক্ষ্য রয়েছে তার প্রতিফলন আমবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ট্রমা সেন্টারের উদঘাটন। এদিনের অনুষ্ঠানে এলাকার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।



