রবিবার আগরতলার আইজিএম হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটে ‘ভারতীয় জনতা পার্টি ডক্টর্স সেল’ এর উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যের হাসপাতালগুলিতে রোগীদের প্রবল চাপ থাকা সত্ত্বেও, সেবামূলক মনোবৃত্তি নিয়ে নিরন্তর কাজ করে চলেছেন চিকিৎসকরা। কোভিড-১৯ অতিমারী মোকাবেলায় চিকিৎসকদের অবদান অবিস্মরণীয়। রাজ্যের চিকিৎসকরা যাতে প্রয়োজনীয় যন্ত্রপাতি হাতে নিয়ে স্বাচ্ছন্দে রোগীদের সেবা করতে পারে, সেই কথাটি মাথায় রেখে সরকার সমস্ত পিএইচসি গুলোকে ওয়েলনেস সেন্টারে পরিণত করার প্রচেষ্টা জারি রেখেছে। রাজ্যেই জটিল হৃদরোগের অপারেশন হচ্ছে । কঠিন থেকে কঠিনতর নিউরো অপারেশানের মাধ্যমে ছোট্ট শিশুর প্রাণ বাঁচিয়ে উদাহরণ সৃষ্টি করেছেন রাজ্যের চিকিৎসকরা। আগরতলা গভঃ মেডিকেল কলেজে আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। রাজ্যে ডেন্টাল কলেজ স্থাপনের প্রক্রিয়া প্রায় অনেকটাই এগিয়ে গেছে। সরকার চাইছে রাজ্যে এইমসের আদলে হাসপাতাল গড়তে। বর্তমান সরকারের সময়কালে বহিঃ রাজ্যের পাশাপাশি জেলা হাসপাতাল গুলি থেকেও রেফারের সংখ্যা কমে গেছে। এর সবটাই সম্ভব হয়েছে রাজ্যের জনগণ এবং চিকিৎসকদের ঐকান্তিক প্রচেষ্টায়। এইসবের মাঝে ‘মানুষ মানুষের তরে’ এই ভাবনাকে সামনে রেখে চিকিৎসকরা যখন রক্তদানের মত মহৎ কাজে এগিয়ে আসে, তখন তাঁদের ধন্যবাদ জানাতেই হয় বলে অভিমত ব্যাক্ত করেন।



