রাজধানী আগরতলার অন্যতম বনেদি বিদ্যালয় ডন বসকো স্কুলের ২৫ তম বার্ষিকী উপলক্ষে অগ্নিপথ প্রকল্পের উপর ডিবেট প্রতিযোগিতার আয়োজন করা হয় ডন বসকো বিদ্যালয়ে। এদিনের প্রতিযোগিতায় মোট আটটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডন বসকো বিদ্যালয় প্রিন্সিপাল জানান অগ্নিপথ প্রকল্প যুবসমাজের জন্য অত্যন্ত জরুরী তাই এই প্রকল্পকে বর্তমান যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং এই প্রকল্প নিয়ে সচেতন করার উদ্দেশ্যে বিদ্যালয়ের ২৫ তম বার্ষিকী উপলক্ষে এই ডিবেট প্রতিযোগিতার আয়োজন বলে। এ দিনের প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রতিযোগিতায় অংশ নেওয়া ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।