১৯৭০ সালের ২০শে আগস্ট কংগ্রেস শাসনাধীন তৎকালীন সময়ে চারিদিকে যখন কাজ ও খাদ্য সংকট দেখা দিয়েছিল এবং রাজ্যে মহামারীর প্রভাব পড়েছিল এবং দিকে দিকে সংগ্রাম অনুষ্ঠিত হয়েছিল ঠিক তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বেকার সংগ্রাম সমিতি নামক এক সংগঠন তৎকালীন সদর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান কর্মসূচিতে মিলিত হয়েছিলেন সেই দাবির সমর্থনে ছাত্ররাও একত্র হয়েছিল এই ডেপুটেশন প্রদান কর্মসূচিতে তৎকালীন কংগ্রেস সরকারের পুলিশ নির্বিচারে ছাত্রদের উপর গুলি বর্ষণ করেছিল। আর সেই গুলিতেই শহীদের মৃত্যুবরণ করেন খাদ্য আন্দোলনের অন্যতম ছাত্রনেতা কাজল বর্মন। তারই পরিপ্রেক্ষিতে শনিবার খাদ্য আন্দোলনের শহীদ কাজল বর্মনের ৫৩ তম শহীদান দিবস পালন করলো ভারতীয় ছাত্র ফেডারেশন। এদিনের কর্মসূচির মধ্য দিয়ে শহীদ কাজল বর্মনের প্রতিকৃতিতে কুস্পর্গ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীবন দেব সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন খাদ্য আন্দোলনের অন্যতম নেতা কাজল বর্মনের মৃত্যুর ৫৩ বছর পেরিয়ে যাওয়ার পর আজ আমরা বিজেপি আইপিএফটি জোট সরকারের রাজত্বে দাঁড়িয়ে রয়েছি সে সময় কাজল বর্মনরা কাজ ও খাদ্যের দাবিতে নিজেদের অমূল্য প্রাণ বিসর্জন দিয়েছেন আজ আমরাও সেই জায়গায় দাঁড়িয়ে কেননা রাজ্যে কাজ ও খাদ্যের অভাব দেখা দিয়েছে এবং শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা দেখা দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কাজল বর্মনদের পথ অনুসরণ করে এই অব্যবস্থার প্রতি রুখে দাঁড়াবার সময় এসেছে এবং ডাক পড়েছে বলে অভিমত ব্যক্ত করেন।