Thursday, October 16, 2025
বাড়িখবররাজ্যনিয়োগের দাবিতে ট্যাট উত্তীর্ণ যুবক-যুবতীরা ঘেরাও করল শিক্ষামন্ত্রীর বাসভবন

নিয়োগের দাবিতে ট্যাট উত্তীর্ণ যুবক-যুবতীরা ঘেরাও করল শিক্ষামন্ত্রীর বাসভবন

শনিবার সকালে টেট উত্তীর্ণ যুবক-যুবতীরা শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে ছুটে যায় পশ্চিম থানার পুলিশ এবং পুলিশ আন্দোলনরত যুবক যুবতীদের অবরোধ তুলতে বললে যুবক-যুবতীরা অবরোধ প্রত্যাহার না করে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে রাস্তায় বসে পড়েন। সেই মুহূর্তে ঘটনাস্থলে হাজির হন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল রায় সহ অন্যান্য কংগ্রেসের নেতৃবৃন্দ। এরা কথা বলেন বিক্ষোভকারী যুবক-যুবতীদের সাথে। বিক্ষোভকারী যুবক-যুবতীরা বিধায়ক সুদীপ রায় বর্মনকে কাছে পেয়ে জানান, ২০২১ সালে টেট পরীক্ষা গ্রহণ করে সংশ্লিষ্ট দপ্তর। কিন্তু টেট উত্তীর্ণ যুবক যুবতীদের নিয়োগ করার ইতিবাচক কোন ভূমিকা নেই রাজ্য সরকারের। রাজ্যে মোট ৩,৬৩১ জন টেট পরীক্ষায় ২০২১ সালে উত্তীর্ণ হলে মাত্র ৫৭৬ জনকে নিয়োগ করার অনুমোদন দিয়েছে সরকার। আর কয়েক মাস পর এক বছর অতিক্রান্ত হয়ে যেতে বসেছে, সরকার যুবক যুবতীদের নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করেছে। এদিন বিধায়ক সুদীপ রায় বর্মন শিক্ষামন্ত্রীর সাথে দেখা করে বের হয়ে বলেন, আন্দোলনরত যুবক-যুবতীদের সোনালী ভবিষ্যৎ রয়েছে। তাদের সাথে জড়িত রয়েছে ছাত্রসমাজ। সরকার তাদের ভবিষ্যতের কথা চিন্তা করছে না। তাই রাজ্য সরকারের উদ্দেশ্যে তিনি বলেন শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সরকারের এ ধরনের গাফিলতি করা ঠিক নয়। তাই সরকারের কাছে দাবি জানানো হচ্ছে যেন অবিলম্বে প্রতিশ্রুতি পালন করে। আর না হলে এই ঠকবাজদের কাছ থেকে জোর করে আদায় করতে হবে বলে জানান সুদীপ রায় বর্মন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য