প্রতিবছরের ন্যায় এ বছরও সেন্ট্রাল রোড যুব সংস্থা কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে রাজধানীর শিববাড়ি প্রাঙ্গনে সম্পন্ন করলো দেবী দশভুজা আরাধনা উপলক্ষে কাঠামখিলি ও খুঁটি পূজা। এদের সংবাদ মাধ্যমকে সেন্ট্রাল রোড যুব সংস্থার কর্মকর্তা উত্তম কুমার সাহা বলেন এ বছর দুর্গাপূজাকে স্মরণীয় করে রাখতে পশ্চিমবঙ্গের বিখ্যাত মৃৎ শিল্পীর প্রতিমা বানানো হবে ও নবদ্বীপের বিখ্যাত ইলেকট্রিশিয়ান দ্বারা সাজিয়ে তোলা হবে মন্ডপ বলে জানান।