শুক্রবার রাজধানীর প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হল মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের ১১৪ তম জন্মবার্ষিকী। এদিন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহাসহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। এদিন কংগ্রেস সভাপতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন মহারাজা বীর বিক্রম মানিক্য ছিলেন আধুনিক ত্রিপুরার রূপকার রাজ্যের সংস্কৃতি এবং বিভিন্ন জাতি গোষ্ঠীর মেলবন্ধনের সেঁতু ছিলেন তিনি। তাছাড়া রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। এ দিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।