Friday, October 18, 2024
বাড়িখবররাজ্যযথাযথ মর্যাদায় বিজেপি প্রদেশ কার্যালয়ে উদযাপিত হলো মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের...

যথাযথ মর্যাদায় বিজেপি প্রদেশ কার্যালয়ে উদযাপিত হলো মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের ১১৪ তম জন্মবার্ষিকী

শুক্রবার ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে যথাযথভাবে উদযাপিত হল আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের ১১৪ তম জন্মবার্ষিকী। এদিন মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, চা নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা ও রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী কুমার ত্রিপুরাসহ জেলা, মণ্ডল ও বুথ স্তরের নেতৃত্বরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য উনার সময়কালে রাজ্যকে যেভাবে সাজিয়ে তুলেছিলেন তা অপরিকল্পনীয়। যার জন্য উনাকে আধুনিক ত্রিপুরার রূপকার বলা হয়, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের দেখানো পথ অনুসরণ করে রাজ্যের সরকার রাজ্যকে ঢেলে সাজানোর উদ্দেশ্যে কাজ করে চলছে। তাছাড়া এদিন তিনি আরো বলেন রাজবংশকে সম্মান দেওয়া ও রাজন্য আমলে তৈরি অমূল্য সম্পদকে সংরক্ষিত করে রাখতে এবং তার যথাযথ মর্যাদা দিতে রাজন্য আমলে তৈরি আগরতলা বিমানবন্দরকে নামাকরণ করে মহারাজা বীর বিক্রম মানিক্য আন্তর্জাতিক বিমানবন্দর নামে নামাঙ্কিত করা হয়েছে বলে জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য