Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যঈদ ঘুরতে এসে প্রাণঘাতী আক্রমণের শিকার দুই স্কুল পড়ুয়া

ঈদ ঘুরতে এসে প্রাণঘাতী আক্রমণের শিকার দুই স্কুল পড়ুয়া

ঈদের আনন্দে ঘুরতে এসে দুস্কৃতিদের হাতে পৈশাচিক প্রাণঘাতি আক্রমনের আমজাদ নগরের দুই স্কুল পড়ুয়া। এলাকায় তীব্র চাঞ্চল্য।ঘটনায় প্রকাশ রবিবার নতুন পোষাক পরে ঈদের আনন্দকে উপভোগ করতে বিলোনীয়া ঋষ্যমুখ বিধানসভা এলকার আমজাদ নগরের মুজাফর কলোনীর চার স্কুল পড়ুয়া বন্ধু ঘুরে দেখতে এসেছে বিলোনীয়া রেল ষ্টেশানে। অভিযোগ হঠাৎ একদল দুর্বৃত্ত প্রকাশ্যে চার যুবকে রেল ষ্টেশানে আক্রমন করে। এতে দুইজন কোন ক্রমে পালিয়ে বাঁচলেও দুর্বৃত্তরা জাফর আহম্মেদ ও ইব্রাহীম মিয়াকে বিলোনীয়া রেল ষ্টেশান সংলগ্ন সাতমুড়া স্কুল সংলগ্ন একটি নির্জন স্থানে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে প্রচন্ড ভাবে মারধর করে এবং দুর্বৃত্ত তাদের শরীরে সূচ দিয়ে শরীরে বিভিন্ন স্থানে ফুটু পর্যন্ত করে দেয়। ছিনিয়ে যায় মোবাই স্বর্নের নতুন চেইন এবং পকেটে থাকা কিছু টাকা। দুর্বৃত্তদের পৈশাচিক আক্রমনে জাফর অচতন্য হয়ে পরে। ঘটার খবর পেয়ে বিলোনীয়া থানার পুলিস আহত ইব্রাহিম মিয়াকে উদ্ধার করে হাসপাতালে না নিয়ে আমজাদনগর নিয়ে যায় এবং অচৈতন্য অবস্থায় জাফর আহম্মেদকে দুস্কৃতিদের পক্ষ থেকে বাইকে করে আমজাদ নগর একটি রাবার বাগানে রেখে পালিয়ে যায়। ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা আমজাদনগরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। আমজাদনগর ছুটে যায় বিশাল পুলিস বাহিনী। এলাকাবাসির প্রবল চাপে পরে পুলিস আহতদের বিলোনীয়া হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে অাশংকা জনক অবস্থায় বিলোনীয়া হাসপাতালে দুই জনের চিকিৎসা চলছে । ঘটনায় নিন্দা ছড়িয়ে পরেছে সর্বত্র। এদিকে দুস্কুতিদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলেন সাধারণ মানুষ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য