রবিবার প্রদেশ বিজেপি সদর (শহর) জেলা কমিটির কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নং হল ঘরে। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্যের কারামন্ত্রী রামপ্রসাদ পাল, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক কিশোর বর্মন, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন ভারতীয় জনতা পার্টি প্রতি তিন মাস অন্তর অন্তর এই কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত করে এবং বৈঠকে আগামী দিনের রণকৌশল তৈরি করা ও সংগঠনকে মজবুত করতে কি কি করণীয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় বলে জানান। তাছাড়া এদিন তিনি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডার নেতৃত্বে আগামী দিনে সদর শহর এলাকায় দলের সংগঠনকে আরো মজবুত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে জানান। এ দিনের বৈঠকে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।



