এবিভিপি’র ৭৪তম প্রতিষ্ঠা দিবস এবং ‘রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস’ উপলক্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে এক কার্যক্রম এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আগরতলার রবীন্দ্র শতবার্ষিক ভবন। গতকাল ৯ জুলাই প্রতিষ্ঠা দিবস পালন করা হয় সারা রাষ্ট্রব্যাপি এবং ত্রিপুরা রাজ্যে ও বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিটে পালন করা হয়। তারই অঙ্গ হিসেবে রবিবার রবীন্দ্র শতবার্ষিক ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আগরতলা বিভিন্ন কলেজগুলো আছে সেই কলেজের ছাএছাএীদের রক্তদানের জন্য উৎসাহিত করা হয়। এই সময়ে ত্রিপুরা রাজ্যের রক্তের প্রয়োজনীয়তা এবং ঘাটতি দেখে গত ২৩ শে জানুয়ারী ৫০ ইউনিট রক্তদান করা হয়েছে, আজকেও ভালো ইউনিট রক্ত দান করা হবে সেই আশা প্রকাশ করেন প্রদেশ সম্পাদক প্রতীপ পাল।



