কাজের গতি বাড়াতে শনিবার প্রশাসনিক শীর্ষ পর্যায়ে রদবদল করা হয়েছে। কুমার অলোককে মুখ্য সচিবের পদ থেকে সরিয়ে সিপার্ডের মহাপরিচালকের পদ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব জে কে সিনহা মুখ্য সচিব পদে পদোন্নতি পেয়েছেন। রাজ্য সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি এলএইচ ডার্লং সিপার্ডে অতিরিক্ত মহাপরিচালক নিযুক্ত হয়েছেন। রাজ্যপালের নির্দেশে রদবদল হয় বলে জানা যায়।



