বৃহস্পতিবার পুর নিগমের 14 নং ওয়ার্ডের সমস্ত বুথের সভাপতিদের নিয়ে বৈঠকে মিলিত হলেন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি তাপস দেব। এদিন তাপস দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এলাকার মানুষের উন্নয়ন সাধনের পাশাপাশি দলীয় সংগঠনকে আরো কিভাবে মজবুত করা যায় সে বিষয়ে আজকের এই বৈঠকে আলোকপাত করা হবে বলে জানিয়েছেন। পাশাপাশি আগামী ১৭ই জুলাই এক যুগে সমস্ত মণ্ডলে কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বৈঠক যেন সাফল্যমন্ডিত হয় সে বিষয়েও নজর দেওয়া হবে বলে জানান। তাছাড়া কার্যকারিনী বৈঠকে সমস্ত ওয়ার্ডের সভাপতি সদস্য সদস্যাগণ, বুথের সভাপতি কার্যকর্তাগণ এবং মন্ডলের সমস্ত সদস্য সদস্যাগণ উপস্থিত থাকবেন বলে জানান।



