বুধবার রাজধানী আগরতলা প্রেস ক্লাবে রোটারি ক্লাব অফ আগরতলা সিটির উদ্যোগে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের সাংবাদিকদের বৈঠকে রোটারি ক্লাব অফ আগরতলা সিটি জুলাই মাসের প্রথম সপ্তাহে একগুচ্ছ কর্মসূচীর পরিকল্পনা করা হয়েছে বলে জানান। উল্লেখ্য বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে চিকিৎসক দিবস পালনের কর্মসূচী গ্রহন করা হয়েছে। ১লা জুলাই শুক্রবার সন্ধ্যা ৬ টায় মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান চেনা মুখ অচেনা মানুষ।’ এই অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট চিকিৎসকদের সন্মাননা জানানো হবে। এরপর অনুষ্ঠিত হবে এক মনোজসাংস্কৃতিক অনুষ্ঠান ‘চেনা মুখ অচেনা মানুষ । যেখানে রাজ্যের চিকিৎসকরা পরিবেশন করবেন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন খ্যাতনামা চিকিৎসক যাদের আমরা চিকিৎসক হিসাবেই চিনি, তাদের বহুমুখী প্রতিভাকে তুলে ধরা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শ্রী অরিন্দম লোধ মাতানোয় অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট শল্য চিকিৎসক ডঃ অমরেন্দ্র দেববর্মা, রাজ্যের তথ্য উত্তর পূর্বাঞ্চলের মেডিক্যাল কলেজের কনিষ্ঠতম অধ্যক্ষ ডঃ অরিন্দম দত্তকে সম্মাননা জানানো হবে। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। তাছাড়া রোটারি ক্লাবের নিয়ম অনুযায়ী বোটা বছর শুরু হয় ১লা জুলাই এবং শেষ হয় ৩০শে জুন। এই নুতন বছরে রোটারি ক্লাব অফ আগরতলা সিটির উদ্যোগে এক বিশেষ কর্মসূচী গ্রহন করা হয়েছে ‘রোটারি অন্নপূর্ণা’ শির্ষক এই কর্মসূচীতে ১লা জুলাই থেকে প্রতিদিন মধ্যাহ্নে আই জি এম হাসপাতালের সামনে ১০০ জন লোককে বিনামুল্যে দুপুরের খাবার পরিবেশন করা হবে। মূলতঃ দুরনূরান্ত থেকে যে সমস্ত রুণী ও পরিবার পরিজনেরা এখানে চিকিৎসার জন্য আসেন তাদের জন্য এই কর্মসূচী গ্রহন করা হয়েছে। আগামী ৭ জুলাই সকাল ১১ টায় রোটারি ক্লাব অফ আগরতলা সিটির উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এখানে শতাধিক রক্তদানের লক্ষমাত্রা ধার্যা করা হয়েছে। পাশাপাশি আগামী ৭ জুলাই সন্ধ্যা ৬ টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নং হলে অনুষ্ঠিত হবে রোটারি ক্লাব অফ আগরতলা সিটির নতুন BOARD OF DIRECTOR দের শপথগ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিধি হিসাবে উপস্থিত থাকবেন রোটারি ক্লাব 3240 District এর District Governor Nominee রোটারিয়ান সুখবিন্দার সিং। এই উপলক্ষ্যে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে রাজ্যের তথ্য ভারতের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সা রে গা মা পা খ্যাত নীহারিকা।



