Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যলালন উৎসবের উদ্বোধন লালনের গান মানুষের হৃদয় স্পর্শ করে :

লালন উৎসবের উদ্বোধন লালনের গান মানুষের হৃদয় স্পর্শ করে :

মুখ্যমন্ত্রী লালনের গান মানুষের হৃদয় স্পর্শ করে । লালন ছিলেন একাধারে গীতিকার , গায়ক , সুরকার । লালনকে বাউল সম্রাট বলে আখ্যায়িত করা হয় । আজ সন্ধ্যায় বামুটিয়ার কালীবাজার নাটমন্দিরে একদিনের রাজ্যভিত্তিক লালন উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা . মানিক সাহা একথা বলেন । তিনি আরও বলেন , লালনের গান আজও সমানভাবে মানুষকে আকৃষ্ট করে । তাই বাউল সংগীতের কোনও তুলনা হয় না । তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত লালন উৎসবে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিধায়ক কৃষ্ণধন দাস । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শীলা দাস , পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্য সমরেশ বিশ্বাস এবং পাপিয়া নন্দী , পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জু বিশ্বাস , পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ ভিল ৷ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী প্রদীপ নন্দী , গোপাল দাস , নারায়ণ দাস । উদ্বোধনী অনুষ্ঠানের পর বাউল সংগীত নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য