৬ আগরতলা কেন্দ্রে আবারও জয়ী সুদীপ রায় বর্মন, উপনির্বাচনে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি মনোনীত প্রার্থী ডাঃ অশোক সিনহাকে চ্যালেঞ্জ করে কংগ্রেসের হয়ে লড়াই করেন সুদীপ রায় বর্মন। এই ৬ আগরতলা কেন্দ্র সুদীপের হাতছাড়া করতে রীতিমতো বহিরাগতদের দিয়ে ভোট রেগিং, ছাপ্পা ভোট, ভোটারদের বাধা দেওয়া থেকে শুরু করে সমস্ত কার্যকলাপ করেছিল দুর্বৃত্তরা। কিন্তু শেষ হাসি হাসলেন সুদীপ। তিনি তার মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী ডাঃ অশোক সিনহাকে ৩,১৬৩ ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছেন সুদীপ রায় বর্মন। কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন পেয়েছেন ১৭,৪৩১ ভোট এবং বিজেপি প্রার্থী অশোক সিনহা পেয়েছেন ১৪,২৬৮ ভোট। গণনা কেন্দ্রের বাইরে কংগ্রেস কর্মী সমর্থকদের আনন্দ উল্লাস ছিল নজর কাড়ার মতো।



