ঘোষিত হল ত্রিপুরার ৪ বিধানসভা আসনের উপনির্বাচনের ফল। আগের বিধানসভা নির্বাচনের নিরিখে উপ নির্বাচনের এই চারটি আসনের মধ্যে তিনটি ছিল বিজেপি-র দখলে। টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকে জিতলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অন্যদিকে, আগরতলায় জিতলেন কংগ্রেসের সুদীপ রায় বর্মন। ৫ বারের কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সুদীপ রায়বর্মনের আগরতলার প্রার্থী। এদিন মানিক সাহা বলেন, ”আমার কাছে যা খবর এসেছে প্রায় ৫৯০০ ভোটে আমি জিতে। এতে কংগ্রেস ও সিপিএমের আঁতাত স্পষ্ট হয়ে গেল। তবে মানুষই শেষ কথা বলল। যারা আমাদেরকে ভোট দিয়েছেন সেই সমস্ত ভোটারদের কাছে আমি কৃতজ্ঞ।”



