প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনায় ঋযামুখ ব্লকে এখন পর্যন্ত ৫,৭৩৮ জন কৃষক উপকৃত হয়েছেন । উপকৃত কৃষকদের বছরে ৬ হাজার টাকা তিন কিস্তিতে দেওয়া হচ্ছে । কৃষি ও কৃষক কল্যাণ কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে । তাছাড়া পঞ্চদশ অর্থকমিশনের বরাদ্দ অর্থে ভারতচন্দ্রনগর ব্লকের চিত্তামারা গ্রামপঞ্চায়েত , কলাবাড়িয়া গ্রামপঞ্চায়েত ও উত্তর ভারতচন্দ্রনগর গ্রামপঞ্চায়েতে ৩ টি জলের ট্যাঙ্ক নির্মাণ করা হচ্ছে । প্রতিটি জলের ট্যাঙ্ক নির্মাণে ব্যয় হবে ১ লক্ষ ৯ হাজার ৬৩৬ টাকা ।



