এিপুরা রাজ্যের রসালু ফল কুইন আনারস, ও কিউ আনারস সারা ভারতবর্ষে কোথাও পাওয়া যায় না তাই এর চাহিদা বহি রাজ্যে বেশি কিন্তু এই আনারস গুলো বাজরে সঠিক ভাবে বাজর জাত না করার ফলে তা প্রকাশ্য আসেনি। এিপুরা রাজ্যে ২০১৮ সালে বিজেপি ও আই পি এফ টি সরকার আসার পরে এই রসালু ফল এর বাজার জাত করা হয় যা সারা দেশ ও বহি দেশে ভালো বাজার পাচ্ছে। শনিবার নাগিছড়া হটিকালচার কমপ্লেক্সে থেকে দিল্লিতে তে যাচ্ছে কুইনও কিউ আনারস, কোভিডের কারনে বন্ধ থাকার ফলে এই বারই আনারস বহি রাজ্যে যাচ্ছে বলে জানান কৃষি মন্ত্রি প্রানজিত সিংহ রায়। এই দিন নাগিছড়া হটিকালচার কমপ্লেক্সে এ সুবুজ পাতাকা নারিয়ে তার শুভ সূচনা করেন কৃষি মন্ত্রি সহ অন্যান অধিকরিকরা।



