Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্য৬ - আগরতলা ও ৮ - টাউন বড়দোয়ালী বিধানসভা আসনে উপনির্বাচনের ভোট...

৬ – আগরতলা ও ৮ – টাউন বড়দোয়ালী বিধানসভা আসনে উপনির্বাচনের ভোট গণনা গণনা কেন্দ্রের নিকটবর্তী এলাকায় ১৪৪ ধারা জারি

আগামী ২৬ জুন , ২০২২ উমাকান্ত একাডেমির পুরাতন বিল্ডিংয়ে ৬ আগরতলা ও ৮ – টাউন বড়দোয়ালী বিধানসভা আসনে উপনির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে । ঐদিন নির্বিঘ্নে ভোট গণনা সম্পন্ন করতে , শান্তি ও সম্প্রীতি অক্ষুন্ন রাখতে সদর মহকুমার মহকুমা শাসক এক আদেশে ভোট গণনা কেন্দ্রের নিকটবর্তী এলাকায় ভারতীয় দন্ডবিধির ১৪৪ ধারায় কিছু বিধিনিষেধ আরোপ করেছেন । মহকুমা শাসক আদেশে জানিয়েছেন , ভোট গণনা কেন্দ্র উমাকান্ত একাডেমির ( পুরনো বাড়ি ) বাইরের দিক থেকে ২০০ মিটার এলাকা পর্যন্ত পাঁচ বা ততোধিক ব্যক্তি এক জায়গায় সমবেত হতে পারবেন না । কোনও ব্যক্তি এই এলাকায় আগ্নেয়াস্ত্র , বাঁশের টুকরো কাঠের ফাইল , রড , জিআই পাইপ প্রভৃতি নিয়ে আসতে পারবেন না । এই এলাকার ভেতরে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত কেউ মোবাইল ফোন নিয়ে আসতে পারবেন না । আগামী ২৬ জুন সকাল ৬ টা থেকে গণনা কার্য শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে । আদেশে বলা হয়েছে , আইন শৃঙ্খলা রক্ষার কাজে বা জেনারেল ডিউটিতে নিযুক্ত মিলিটারি , প্যারা মিলিটারি , রাজ্য পুলিশ কর্মী বা অন্য নিরাপত্তা সংস্থার কর্মীদের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র বহন না করার বিধিনিষেধে ছাড় রয়েছে । মহকুমা শাসক জানিয়েছেন , এই আদেশ অমান্যকারীকে ভারতীয় দন্ডবিধির ১৮৮ ধারায় অভিযুক্ত করা হবে । *

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য