Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যস্বামীর বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ স্ত্রীর

স্বামীর বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ স্ত্রীর

নিজের জন্মদাতা পিতার হাতে নিজের দুই সন্তান'কে বিক্রি করার অভিযোগ তুলেছে তার সহধর্মিণী স্ত্রী। যদিও পুলিশের সহযোগিতায় দুই মাস পর নিজের সন্তান'কে বুকে ফিরে পেল জন্মদাত্রী মা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই-এর বড়লুঙ্গা শিবির এলাকায়। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকা জুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। জানা গেছে, এয়ারপোর্ট থানাধীন এলাকার বাসিন্দা উত্তম বর্মনের সাথে বিগত প্রায় ৯ বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই বাজারের বড়লুঙ্গা এলাকায় সোমা সরকার বর্মন।  বিয়ের পর থেকে স্বামী উত্তম বর্মন প্রায়ই অকথ্য গালিগালাজ সহ শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার চালাত স্ত্রী সোমা সরকার বর্মনের উপর। দীর্ঘ প্রায় ৯ বছর যাবৎ স্বামীর অত্যাচার সহ্য করে থেকেছে সন্তানদের মুখ চেয়ে। অত্যাচারের মাত্রা কোন কোন সময় তীব্রতর হওয়ার ফলে হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে সোমা সরকার বর্মনের। অভিযোগ বিগত দুই মাস পূর্বে সোমা সরকার বর্মনের অনুপস্থিতিতে নিজের স্বামী তথা উত্তম বর্মন আট বছর এবং ছয় বছরের দুই সন্তানকে নিয়ে পালিয়ে যায়। কর্মস্থল থেকে বাড়ি ফিরে এসে সোমা সরকার সন্তানদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এমন'কি স্বামী উত্তম বর্মনের মোবাইল ফোনে ফোন করে কোন সদুত্তর না পেয়ে দিশেহারা হয়ে যায়। একদিকে স্বামীর অত্যাচার অন্যদিকে সন্তানদের না পেয়ে বাপের বাড়িতে চলে আসে কিছুদিন পূর্বে সোমা । 

বাপের বাড়ি সহযোগিতায় আগরতলার বিভিন্ন থানায় দ্বারস্থ হয়েও সন্তানদের কোনো খোঁজ খবরই পাইনি সোমা। এ ব্যাপারে স্বামীকে জিজ্ঞেস করলে স্বামী উত্তম বর্মন সাফ জানিয়ে দেয় সন্তানদের বিক্রি করে দেওয়া হয়েছে। উত্তম বর্মন তেলিয়ামুড়া চৈতন্য আশ্রম সংলগ্ন এলাকায় সোমা সরকার বর্মনের পরিবারের লোকজনদের প্রত্যক্ষ করে পালিয়ে যাওয়ার পথে যান দুর্ঘটনায় গুরুতর আহত হয় উত্তম। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে থেকে সে স্পষ্ট জানিয়ে দেয় সে তার দুই সন্তানকে বিক্রি করে দিয়েছে। সোমা সরকার বর্মনের মা সন্তান বিক্রি অভিযোগ নিয়ে তেলিয়ামুড়া থানায় দ্বারস্থ হয় বুধবার। যেহেতু পারিবারিক সমস্যা সংক্রান্ত বিষয় রয়েছে তাই থানা বাবুরা পরামর্শ দেয় সি.ডি.পি.ও মহাশয়ের নিকট দেখা করার জন্য। কাল বিলম্ব না করে সোমা সরকার বর্মনের মা সি.ডি.পি.ও অজিত মোহন জামাতিয়া সাথে সাক্ষাৎ করে। পরবর্তীতে সি.ডি.পি.ও সহ সোমা সরকার বর্মনের মা ছুটে যান তেলিয়ামুড়া থানায়। পরে পুলিশ বাচ্চা বিক্রির ঘটনার পরিপ্রেক্ষিতে আগরতলা এ.ডি নগর থানার সহযোগিতায় ক্যাম্পের বাজার এলাকার বাসিন্দা সনকা দেবনাথের বাড়ি থেকে উদ্ধার করে দুই সন্তানকে। যদিও সনকা দেবনাথ সম্পর্কে উত্তম বর্মনের বোন। এদিকে সোমা সরকার বর্মন নিজের দুই সন্তানকে দীর্ঘ দুই মাস পর ফিরে পেয়ে অত্যন্ত খুশি। তবে কি কারণে এমনটা করেছে উত্তম বর্মন পুলিশ সে বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য