শুক্রবার আগরতলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আশ্রম চৌমুহনী নদীর বাঁধের উপর গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন তিনি বলেন বন্যা কবলিত এলাকায় এনডিআরএফ এর দল মোতায়েন করা হয়েছে। প্রশাসন সকল সম্ভব সহযোগীতা প্রদান করতে সচেষ্ট বলে। তাছাড়া তিনি এদিন প্রবল বর্ষণের কারণে সারা আগরতলা সহ বনমালীপুর এলাকার জনগণ যে কষ্টের মধ্যে রয়েছেন সেই পরিস্থিতিতে বনমালীপুর যুব মোর্চা যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে তাতে তিনি অত্যন্ত খুশি ব্যাক্ত করেন এবং বনমালীপুরের যুবাদের এই মহতি কার্যক্রমকে সাধুবাদ জানান।



