Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যটানা বর্ষণে ভয়াবহ পরিস্থিতি শহর আগরতলার

টানা বর্ষণে ভয়াবহ পরিস্থিতি শহর আগরতলার

শুক্রবারের টানা বর্ষণে ভয়াবহ পরিস্থিতি আগরতলা শহরে এবং শহরতলি এলাকাগুলি। পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে প্রশাসন। বাড়ি ঘরে প্রবেশ করেছে স্মার্ট সিটির ড্রেইনের জল। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার টিম শুক্রবার বিকাল থেকে আগরতলা শহরে এবং শহরের পার্শ্ববর্তী এলাকায় গুলিতে নৌকা নিয়ে মানুষ উদ্ধারের কাজে নেমেছে। বহু বাড়িঘরে পাশাপাশি দোকানপাটে জল প্রবেশ করেছে। ক্ষয়ক্ষতি হয়েছে বহু বলে জানা যায়। বন্যা শহরের বিভিন্ন এলাকা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে অতি সর্তকতা। চলছে উদ্ধারের কাজ। উদ্ধারের কাজে নিয়োজিত রয়েছে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার টিম বলে জানান সদর মহকুমা শাসক অসীম সাহা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen − 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য