Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যজলমগ্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে বের হন তথ্য- সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী

জলমগ্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে বের হন তথ্য- সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী

প্রবল বৃষ্টিতে বেড়েছে নদীর জল। জল বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে রাজধানীর বিভিন্ন নিম্নাঞ্চল। এর মধ্যে আগরতলা বিধানসভার বিভিন্ন এলাকা রয়েছে। বন্যার্ত মানুষ বাড়ি ঘর ফেলে জীবন রক্ষায় আশ্রয় নিয়েছেন বিভিন্ন ত্রাণ শিবিরে। প্রশাসনের তরফে তাদের শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে প্রথমেই। জলমগ্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে বের হন তথ্য- সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি শনিবার আগরতলা বিধানসভা এলাকার বিভিন্ন দুর্গত এলাকা ঘুরে ত্রাণ শিবির গুলিতে যান। কথা বলেন বন্যা দুর্গতদের সঙ্গে। দুর্গতদের ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেন। খাবারের পাশপাশি পানীয় জল ওষুধের ব্যবস্থাও করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী আশা ব্যক্ত করেন বন্যায় দুর্গতদের পাশে থেকে শহরবাসী সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করবেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য