বৃহস্পতিবার ৬ আগরতলা বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী ডক্টর অশোক সিনহা, জামতলা এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বের হন এই দিন সাথে ছিলেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান কর্মী সমর্থক রা। ভোট প্রচারে বের হয়ে জনগনের কাছ থেকে বিপুল সারা পাওয়া যাচ্ছে বলে জানান শিক্ষা মন্ত্রী পাশাপাশি তিনি আরো বলেন বর্তমান কংগ্রেসের প্রার্থী সুদীপ রায় বর্মন বিজেপি দলে থাকার সময় উনি মন্ত্রীও ছিলেন কিন্তু উনার মন্ত্রীত্বের বড় পদ চায় এটা কি ভাবে সম্ভব বলে জানান এবং ৬ আগরতলা উপভোটে জনগন বিজেপি প্রার্থী ডক্টর অশোক সিনহাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে আশা ব্যক্ত করেন।



