Friday, January 23, 2026
বাড়িখবররাজ্যভালো সারা পাওয়া যাচ্ছে- ডাঃ অশোক সিনহা

ভালো সারা পাওয়া যাচ্ছে- ডাঃ অশোক সিনহা

নজরকাড়া ৬ আগরতলা বিজেপি প্রার্থীর হয়ে হেভিওয়েট দের প্রচার জারি আছে। উপমুখ্যমন্ত্রী থেকে যুবনেতা সকলেই নির্বাচনী প্রচারে পাখির চোখ করেছে ৬ আগরতলা কে। বলা যায় নজরকাড়া এই আসনে হেভিওয়েট ঘরোয়া প্রচার থেকে শুরু করে রোডশো মিছিল থেকে সমাবেশ সবাই জনতার আকর্ষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার ৬ আগরতলার ভাটি অভয়নগরে মিছিল করলো বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর অশোক সিনহা, এই দিন মিছিলে উপস্তিত ছিলেন বিধায়ক শম্ভুলাল চাকমা,ও হজকমিটির চেয়ারম্যান জসিম উদ্দিন সহ অন্যানরা। এই দিন ভাটি অভয়নগরের এলাকা প্রদক্ষিণ করেন এবং জনগণের কাছে ভোট চান বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর অশোক সিনহা। এই দিন তিনি সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে বলেন জনগনের কাছ থেকে ভালো সারা পাওয়া যাচ্ছে এবং জনগন বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে জানান তিনি পাশাপাশি তিনি আরো বলেন চারটি বিধানসভা উপ ভোটে সমান ভাবেই কাজ চলছে এবং সবগুলো আসনে জয় নিশ্চিত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three + 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য