আগরতলায় পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক আভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৩ জুন ত্রিপুরার চারটি বিধানসভার উপনির্বাচন। সেই উপনির্বাচনের প্রচারের জন্যই আগরতলায় পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এদিন আগরতলার প্রথম সভাতেই ভিড় উপচে পড়ল।অভিষেকের এই সফরকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উত্তেজিত ছিল চোখে পড়ার মত। এদিনঅভিষেকের রোড শো শুরু হতেই সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস জানান দিল বিজেপি শাসিত রাজ্যেও নিজের পায়ের তলার মাটি শক্ত করছে তৃণমূল।এদিন গান্ধী ঘাট থেকে শুরু হয় তৃণমূলের রোড শো। সেখানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাঁচ কিলোমিটার লম্বা এই রোড শো শেষ হয় জিবি বাজারে। টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গান্ধীঘাট থেকে আগরতলা বিধানসভা কেন্দ্রের জিবি বাজার পর্যন্ত রোড শোয়ে হুড খোলা জিপে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেনচারউপনির্বাচনের প্রার্থী। আগামী ২৬ জুন উপনির্বাচনের গণনা হবে।অন্যদিকে দ্বিতীয় দফায় আগামী ২০ তারিখ তিনি সুরমা এবং যুবরাজপুরে গিয়ে প্রচার করবেন। একাধিক নেতা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ত্রিপুরায়। তারা প্রচার শুরু করে দিয়েছেন। ২০ জুন ফের ত্রিপুরায় প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। অন্যদিকে ত্রিপুরা বিধানসভার এই উপনির্বাচনে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। মোট ২৭ জন তৃণমূল কংগ্রেস নেতা-নেত্রীর নাম স্টার ক্যাম্পেনার হিসাবে উল্লেখ করা হয়েছে। তালিকায় রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ সৌগত রায়, শত্রুঘ্ন সিনহা, সুস্মিতা দেব, দেব, মিমি। প্রচারক তালিকায় নাম আছে ফিরহাদ হাকিম, গোলাম রব্বানী, ডঃ মুকুল সাংমা, চার্লস পিংরোপদের নামও। নাম আছে সায়নী ঘোষ, জুন মালিয়া, সোহম চক্রবর্তী, অদিতি মুন্সি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়। আছে মনোজ তিওয়ারী, রিপুণ বোরা, রাজীব বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, সুবল ভৌমিকের নামও। নাম আছে কীর্তি আজাদ, মমতা বালা ঠাকুরের। নাম রয়েছে দুই যুব নেতা-নেত্রী সুদীপ রাহ, জয়া দত্তেরও।



