Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যডোর টু ডোর করে মানুষের মধ্যে যে সাড়া পওয়া যাচ্ছে তাতে করে...

ডোর টু ডোর করে মানুষের মধ্যে যে সাড়া পওয়া যাচ্ছে তাতে করে বুঝা যাচ্ছে রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষে – সুবল ভৌমিক

আসন্ন উপনির্বাচনকে লক্ষ্য করে রবিবার সকাল থেকে জোরকদমে নির্বাচনী প্রচারে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। রবিবার সকালে ৮ নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সংহিতা বন্দ্যোপাধ্যায়, রাম ঠাকুর আশ্রম এলাকায় ডোর টু ডোর প্রচার করেছেন। সঙ্গে ত্রিপুরা রাজ্যের বিখ্যাত ব্যক্তি রাঙ্গা দারোগা মহাশয়ের সঙ্গে দেখা করেছেন। সংহিতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন এবং আসন্ন উপনির্বাচনে লড়ার জন্য তাঁর আশীর্বাদ প্রার্থনা করেছেন, এই দিন সাথে ছিলেন রাজ্য তৃনমুল কংগ্রেস সভাপতি সুবল ভৌমিক সহ অন্যান তৃণমূল কংগ্রেসের কর্মীসমর্থকরা।এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক বলেন ডোর টু ডোর করে মনুষের মধ্যে যে সাড়া পওয়া যাচ্ছে তাতে করে রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষে কারণ দীর্ঘদিন কংগ্রেস কে দেখেছে সিপিএম কে দেখেছে এবং গত সাড়ে চার বছরে যে শাসন ত্রিপুরা রাজ্যের একটি কলঙ্কিত অধ্যায় সেটা পরিবর্তন চাইছে তৃণমূল কংগ্রেস মনে করে সমস্ত মানুষ দুহাত তুলে সমর্থন করছে প্রার্থীদের তাতে নিশ্চিত তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে চার চারটি বিধানসভা উপনির্বাচনে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য