আগামী ২৩ শে জুন চারটি বিধানসভা উপনির্বাচন আর এই বিধানসভা উপনির্বাচনে ৮ নং টাউন বড়দোয়ালী কেন্দ্রের মনোনীত বিজেপি দল এর প্রার্থী হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা। উপনির্বাচনে ৮ নং টাউন বড়দোয়ালী কেন্দ্র থেকে জয়ী করার জন্য বরিবার বিধায়ক সুরজিত দত্তের নেতৃত্ব এক বাইক মিছিল বের করা হয় এই বাইক মিছিল টি ৮ নং টাউন বড়দোয়ালী কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করেন। এই দিনের বাইক রেলি থেকে ডক্টর মানিক সাহা কে আগমী ২৩ শে জুন ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান রাখেন



