উপনির্বাচন ২৩ শে জুন আর এই উপনির্বাচনে রাজনৈতিক দল গুলো বাড়ি বাড়ি প্রচারে ঝড় তোলছেন। রাজ্যের শাসক বিজেপি দল যেমন প্রচারে সারা পাচ্ছেন তেমনি পিছিয়ে নেই জাতীয় কংগ্রেস দলের হেভিওয়েট প্রার্থী সুদীপ রায় বর্মন।রবিবার ৬ আগরতলা কেন্দ্রে সুদীপ রায় বর্মনের সমর্থনে কংগ্রেস নইনা মুড়ায় বাড়ি বাড়ি প্রচার করেন।২০১৮ সালে এই কেন্দ্রে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন বিজেপি দল থেকে জয়যুক্ত হয়েছে এবার তিনি কংগ্রেস দল থেকে উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাই এই বিধানসভা কেন্দ্রটি দু’দলের কাছে গুরুত্বপূর্ণ। কংগ্রেস দলের প্রচারে দলীয় কর্মী-সমর্থকরা সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন বছরের ৩৬৫ দিন এলাকায় জনগণের বিভিন্ন সুবিধা ও অসুবিধা সবকিছু নজর রেখে চলছেন এই এলাকার জনগনের জন্য সবসময়ই তারা পাশে আছেন এবং থাকবেন তাই এলাকার জনগন ও এবার ২৩ শে জুন তাদের ভোট দানের মধ্যে দিয়ে জাতীয় কংগ্রেস দলের হেভিওয়েট প্রার্থী সুদীপ রায় বর্মন কে বিপুল ভোটে জয়ী করবেন বলে আশা ব্যক্ত করেন।



