দিন দিন বামেদের সংগঠনের ভরাডুবি হচ্ছে গোটা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়ায়ও। তেলিয়ামুড়ায় বিলুপ্তির পথে বামেদের সংগঠন। তার পরেও তেলিয়ামুড়ায় বাম নেতাদের দাম্ভিকতা রসাতলে যাচ্ছে বামেদের বিভিন্ন শাখা সংগঠন গুলি। জানা যায়, রবিবার সিপিআইএম তেলিয়ামুড়া মহুকুমা কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বামেদের ছাত্রসংগঠন এসএফআই -এর বিভাগীয় কমিটির উদ্যোগে এক সম্মেলন। এদিনের এই সম্মেলনে লক্ষ্য করা যায়, দীর্ঘ বছর পূর্বে ছাত্র জীবন ছেড়ে বেরিয়ে একাংশ কে অংশগ্রহণ করিয়ে ভিড় জমিয়ে লোক দেখানোর চেষ্টা করছে স্থানীয় বাম নেতৃত্বরা। উল্লেখ করা, বর্তমান সময়ে বাম ছাত্র সংগঠনের এই খারাপ হালের মূল কারণ একটাই। অতীতে বাম সরকারের আমলে তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয় থেকে শুরু করে তেলিয়ামুড়া বিভিন্ন বিদ্যালয়গুলিতে বাম ছাত্র সংগঠন সক্রিয় থাকলেও বাস্তবে ছাত্র স্বার্থে কিছুই করেনি তৎকালীন ছাত্র না হয়েও বাম ছাত্র সংগঠনের দায়িত্বে থাকা নেতারা। বাম আমলে তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের নামে এসএফআই নামধারী বহিরাগত কিছু যুবক কলেজে প্রবেশ করে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করত। ছাত্র সংগঠনের নামে এসএফআই এর এহেন কর্মকাণ্ডে আজ বাম ছাত্র সংগঠনের এই হাল বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষক মহল।



