ভয়াবহ যান দুর্ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকার জাতীয় সড়কে। দুর্ঘটনায় আহত চার। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জি.বি.পি’তে প্রেরণ করা হয়। জানা যায়,, TRO6 1563 নম্বরের একটি বুলেরো পিকআপ গাড়ি তেলিয়ামুড়ার দিক থেকে চাকমাঘাটের দিকে যাচ্ছিল, অপর দিক থেকে NL01 AD 6880 নম্বরের একটি ১২ চাকার লরির সঙ্গে চাকমাঘাট এলাকায় সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হয় পিকআপ গাড়ির চালক সহ ৪ জন। ঘটনা প্রত্যক্ষ করে এলাকাবাসী তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরে খবর দিলে দমকলকর্মীরা যথা সময়ে ঘটনাস্থলে পৌঁছেনি। বলে অভিযোগ এ নিয়ে বিরাট বিক্ষোভ দেখায় এলাকার জনগণ। অবশেষে এলাকাবাসীরা অটোরিকশা করে আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চলে চারজনের প্রাথমিক চিকিৎসা। এর মধ্যে বুলেরো গাড়ির চালক রাজকুমার দাস সহ আরো দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রণয় দাস তাদের আগরতলা জি.বি.পি’তে রেফার করে দেন।।



