Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যবিপুল পরিমাণ গাঁজাসহ আটক গাড়ির চালক ও সহ চালক, ঘটনা তেলিয়ামুড়া হাওয়াই...

বিপুল পরিমাণ গাঁজাসহ আটক গাড়ির চালক ও সহ চালক, ঘটনা তেলিয়ামুড়া হাওয়াই বাড়ি নাকা পয়েন্ট

রাজ্য সরকারের নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আবারো বড় সাফল্য তেলিয়ামুড়া থানা পুলিশের। নাকা চেকিংয়ে বসে বিপুল পরিমাণে গাঁজা সহ গাড়ির চালক, সহ চালক কে আটক করলো তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশ। ঘটনা বুধবার তেলিয়ামুড়া হাওয়াই বাড়ি নাকা পয়েন্ট। জানা যায়, অন্যান্য দিনের মতো বুধবার বিকেলেও ট্রাফিক পুলিশের এস.আই সমীর দেববর্মা ও এ.এস.আই ইন্দ্রজিৎ দেববর্মা সহ ট্রাফিক কর্মীরা হাওয়াই বাড়ি এলাকায় গাড়ি চেকিং এ বসে। হঠাৎ আগরতলা থেকে PB 11 BN 5655 নম্বরের একটি গাড়ি আগরতলার দিক থেকে তেলিয়ামুড়ার দিকে আসলে গাড়িটিকে আটক করে তল্লাশি চালানোর সময় বাঁশের গুঁড়ি বুঝাই সেই গাড়ি থেকে গাজার সন্ধান পায় পুলিশ। যদিও সাথে সাথেই গাড়ির চালক, সহ চালক পালিয়ে যেতে চেষ্ঠা করলে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। গাড়ি চালক ও সহ চালকের নাম যথাক্রমে রাকেশ কুমার ও সৌরভ। পুলিশ তাদের আটক করে। খবর পেয়ে ছুটে আসেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরন জমাতিয়া। গাজা বুঝাই গাড়ির চালক ক্যামেরার সামনে জানান আগরতলা কোন এক ট্রান্স ফোর্ট থেকে এই গাজা গুলি গাড়িতে লোডিং হয়েছিল বহি রাজ্য পাচারের জন্যে। পরে তল্লাশি চালিয়ে সেই গাড়ি থেকে ২,১৭৭ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য দুই কোটি টাকার উপর বলে পুলিশ জানায়।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য