আগামী 23 শে জুন রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপ নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন সংবাদ মাধ্যমের সামনে, উপ নির্বাচনের দিন তিনি সকল ভোটারদের কাছে আহ্বান জানান উৎসবের মেজাজে ভোট দিতে যান এবং চা খাওয়ার আগেই ভোট দিতে যাওয়ার জন্য। তাছাড়া এদিন সুদীপ রায় বর্মন, ২৩ জুন ভোট কেন্দ্রের ভিতর কেউ কিছু করতে পারবে না। যদি কোন ব্যারিকেড করার সৃষ্টি হয় তাহলে একটি ফোন নম্বরে যোগাযোগ করলেই হবে, তাড়াতাড়ি সে নম্বরে ফোন করলে হবে। কিন্তু অশুভ শক্তির বিরুদ্ধে সত্যের জয় হতে হবে। আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই হুঁশিয়ারি দিলেন প্রাক্তন মন্ত্রী তথা আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন।



