আসন্ন উপনির্বাচনে ৮ – টাউন বড়দোয়ালী নির্বাচন কেন্দ্রের জন্য নিযুক্ত নির্বাচনী অবজার্ভার গৌতম মজুমদার ( আই এ এস ) ৫ জুন , ২০২২ রাজ্যে এসে পৌঁছেছেন । তিনি আগরতলা সোনারতরী গেস্ট হাউসের রুম নং ২১৩ – এ অবস্থান করছেন । তাঁর ফোন নম্বর হচ্ছে ৮৮৩৭২৪৭৮৪৪ এবং দেখা করার সময় হচ্ছে বিকাল ৪ টা থেকে ৫ টা তাঁর সাথে দেখা করতে হলে সংযোগকারী আধিকারিক জীবন দেববর্মার সাথে যোগাযোগ করতে হবে ৮৪১৫৮ ১৭৩০৪ মোবাইল নম্বরে । পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক এই তথ্য জানিয়েছেন ।



