বিশালগড় মহকুমা হাসপাতালের উদ্যোগে গত ৩১ মে এক বিশেষ চক্ষু স্ক্রিনিং শিবিরের আয়োজন করা হয় । এই চক্ষু স্ক্রিনিং শিবিরে মোট ৩৯ জনের চক্ষু পরীক্ষা করা হয় । উক্ত বিশেষ চক্ষু স্ক্রিনিং শিবিরে উপস্থিত ছিলেন আই জি এম হাসপাতালের অপথ্যালমিক সার্জন তথা চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শ্যামরূপ ভট্টাচার্য । তিনি এই শিবিরে মোট ৩৯ জনের চোখের স্ক্রিনিং করেন ও পরামর্শ প্রদান করেন । প্রয়োজন অনুসারে বিনামুল্যে ঔষধ প্রদান করা হয় । এর মধ্যে নয় জনকে সরকারি খরচে উন্নত চিকিৎসার জন্য আই জি এম হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে । *



