গৌরনগর ব্লকে সুসংহত উদ্যান উন্নয়ন মিশনে গত অর্থবছরে বিভিন্ন কর্মসূচি রূপায়িত হয়েছে । এরমধ্যে ২ টি জলাশয় নির্মাণের কাজ শেষ হয়েছে । এজন্য ব্যয় হয়েছে ১ লক্ষ ৮০ হাজার টাকা । তাছাড়া ২ টি ভার্মি কম্পোস্ট পিট তৈরি করা হয়েছে । এজন্য ১ লক্ষ টাকা ব্যয় হয়েছে । তাছাড়া ব্লকের ১৫ হেক্টর জমি আনারস চাষের আওতায় আনা হয়েছে । এজন্য ৪ লক্ষ ৯২ হাজার টাকা বায় হয়েছে । স্টেগারিং প্রথায় আনারস চাষ হয়েছে ১৫ হেক্টরে । এজন্য ব্যয় হয়েছে ১ লক্ষ ৫ হাজার টাকা । এই মিশনে ব্লকের ৫ হেক্টর জমি কলা চাষের আওতায় আনা হয়েছে । এজন্য বায় হয়েছে ১ লক্ষ ৬৪ হাজার টাকা । কুমারঘাট উদ্যান ও ভূমি সংরক্ষণ কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।



