অমরপুর মহকুমায় বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চারদিনব্যাপী জন্মজয়ন্তী অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে । মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে , অমরপুর নগর পঞ্চায়েত এবং চার্বাক নাট্য সংস্থার সহযোগিতায় গত ২৬ মে অমরপুর কাঁঠাল বাগানস্থিত নজরুল পার্কে প্রভাতী অনুষ্ঠান ২৮ মে অমরপুর আশ্রমে তিনটি বিভাগে শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা ১ জুন অমরপুর পুরাতন টাউন হলে বিভাগে আবৃত্তি প্রতিযোগিতা ও ২ জুন অমরপুর পুরাতন টাউন হলে তিনটি বিভাগে একক ও সমবেত নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি বিভাগের প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক রঞ্জিত দাস , অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন বিকাশ সাহা , সমাজসেবক প্রদীপ দাস , বরিষ্ঠ তথ্য আধিকারিক দয়াল মজুমদার প্রমুখ । *



