Wednesday, December 3, 2025
বাড়িখবররাজ্যদুস্কৃতিকারীদের দ্বারা ভাংচুর ভৈরব কালী মন্দির, ঘটনা খোয়াই থানাদিন পূর্ব সোনাতলা গ্রামে

দুস্কৃতিকারীদের দ্বারা ভাংচুর ভৈরব কালী মন্দির, ঘটনা খোয়াই থানাদিন পূর্ব সোনাতলা গ্রামে

শুক্রবার সকালে খোয়াই থানাদিন পূর্ব সোনাতলা গ্রামের 4 নং ওয়ার্ড তথা বাসুদেব বাড়ি এলাকার একটি ভৈরব কালী মন্দির ভেঙ্গে গুড়িয়ে দিল কিছু পুরুষ ও মহিলা দুস্কৃতিকারীরা। এই মন্দির ভাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার বিবরণ দিয়ে এলাকার প্রবীণ নাগরিকরা জানান শুক্রবার সকাল 9 টা নাগাদ পূর্ব সোনাতলা গ্রামের কিছু পুরুষ ও মহিলা দুস্কৃতিকারীরা দা, লাঠি নিয়েএসে 70 বছরের পুরনো ভৈরব কালীমন্দির টিকে ভেঙ্গে গুড়িয়ে দেয়। মন্দির ভাঙ্গার কারণ জানতে চাইলে এলাকার প্রবীণ নাগরিকরা বলেন এই মন্দিরটিতে 70 বছর ধরে তাদের পূর্বপুরুষেরা পর্যায়ক্রমে পুজো করে আসছিল। এতে করে এলাকার কিছু দুষ্কৃতিকারীদের চক্ষুশূল হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ টি, তাদের বক্তব্য এখানে মন্দির তৈরি করা যাবে না এই নিয়ে বিবাদ চলছে বেশ কিছুদিন ধরে। এই মন্দিরের জায়গার মালিক প্রথমে ছিলেন রমেন্দ্র চন্দ্র দেবনাথ উনি থাকাকালীন প্রায় তিন গন্ডা জায়গার উপর ভৈরব মন্দিরটি ছিল যেখানে পূজা করা হতো। শেষে উত্তরাধিকারসূত্রে রমেন্দ্র চন্দ্র দেবনাথ এর মেয়ে সুরেখা দেবনাথ এই মন্দিরের জায়গাটি পায়। এরপর সুরেখা দেবনাথ ভৈরব ও কালি মন্দিরের জন্য 1 গন্ডা জায়গা মন্দির কর্তৃপক্ষের কাছে দান করে দেন কাগজপত্রের মাধ্যমে। এরপর থেকেই কিছু দুষ্কৃতিকারীরা মন্দির না করার জন্য উদগ্রীব হয়ে ওঠে। প্রবীণ নাগরিকরা জানান মন্দিরের আশেপাশে জমির মালিকেরা মন্দিরটির কারণে তাদের জমি বিক্রি করতে গিয়ে সঠিক মূল্য পাচ্ছে না সেই ক্ষোভ বিরাজ করছিল বেশ কয়েকজন জমির মালিকদের মধ্যে শেষে তাদের সেই ক্ষোভ উগরে দিল শুক্রবার সকালে মন্দিরের উপর। আর এই মন্দির ভাঙ্গার জন্য নেতৃত্ব দেন এলাকারই লোক উত্তর দেবনাথ বলে অভিযোগ করেন এলাকার প্রবীণ নাগরিকরা। এই উত্তর দেবনাথের নেতৃত্বেই গৌরাঙ্গ দেবনাথ, সুভদ্রা দেবনাথ, রিতা দেবনাথ, পায়েল দেবনাথ, সুভাষ তাঁতি, হেলন দেবনাথ, সুমা দেবনাথ সহ আরো অনেকে মন্দির ভাঙ্গার কাজে হাত লাগিয়েছিলেন বলে অভিযোগ। যদিও এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়। দুস্কৃতিকারীরা যখন মন্দির ভাঙ্গার কাজ করছিল তখন এলাকাবাসী মন্দির ভাঙ্গার খবর পেয়ে একত্রিত হলে তখন দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। যদিও পুলিশ আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও এলাকাতে 70 বছর পুরনো ভৈরব কালীর মন্দির কে ভাঙ্গার ঘটনা এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। ভৈরব কালীর মন্দিরটি ভেঙ্গে গুঁড়িয়ে দেবার পেছনে যারা যারা ছিল তাদের বিরুদ্ধে নাম ঠিকানা দিয়ে থানায় মামলা করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য