Wednesday, December 3, 2025
বাড়িখবররাজ্যচলে গেলেন প্রয়াত তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক নরেন্দ্র গোপ

চলে গেলেন প্রয়াত তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক নরেন্দ্র গোপ

প্রয়াত তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক নরেন্দ্র গোপ। বৃহস্পতিবার আগরতলার ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পরেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৬৫ বছর। জানা যায়, দীর্ঘদিন ধরেই তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। বিগত কিছুদিন পূর্বে হটাৎ শারীরিক অসুস্থতা বোধ করায় তেলিয়ামুড়ার নেতাজিনগড় স্থিত নিজ বাড়ি থেকে ওনাকে আগরতলার ক্যান্সার হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর সেখানেই ওনার চিকিৎসা চলছিল। কিন্তু এদিন চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পরেন মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক নরেন্দ্র গোপ। মৃত্যুকালে স্ত্রী এবং দুই ছেলে সহ অসংখ্য শুভাকাঙ্খীদের রেখে গেছেন। ওনার মৃত্যুর খবর তেলিয়ামুড়ায় ছড়িয়ে পড়তেই ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে আসে। এদিন সন্ধ্যা রাতে আগরতলা থেকে ওনার মৃতদেহ তেলিয়ামুড়ার বাড়িতে নিয়ে আসা হয়। মৃতদেহ বাড়িতে পৌছতেই কান্নায় ভেঙে পরেন সকলে। শেষ বিদায় জানাতে ওনার বাড়িতে ছুটে যান বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় এবং বাজারের বিভিন্ন ব্যবসায়ী সহ অন্যান্যরা। বিধায়িকা সহ সকলেই ওনার মৃত্যুতে পরিবার পরিজনদের প্রতি শোক ব্যক্ত করেন। এরপর মৃতদেহ নিয়ে যাওয়া হয় মার্চেন্ট অফিসে। সেখানেও বিভিন্ন ব্যবসায়ীরা ওনাকে ফুলমালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান। পরবর্তীতে রাতেই তেলিয়ামুড়ার মহা শ্মশানে ওনার শেষ কৃত্ত সম্পন্ন হয়। তবে বহুদিন ধরেই নরেন্দ্র গোপ মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদকের পদ সামলাচ্ছিলেন। সেই সুবাদে অধিকাংশ ব্যবসাদের সাথেই ওনার নিবিড় সম্পর্ক ছিল। তাই ওনার মৃত্যুতে শোকাহত অধিকাংশ ব্যবসায়ী মহল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য