Wednesday, December 3, 2025
বাড়িখবররাজ্যরাজধানীতে যথাযথ মর্যাদায় উদযাপিত হল বিশ্ব সাইকেল দিবস

রাজধানীতে যথাযথ মর্যাদায় উদযাপিত হল বিশ্ব সাইকেল দিবস

ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয়ের অন্তর্গত নেহেরু যুব কেন্দ্র ত্রিপুরার উদ্যোগে ও বিবেকানন্দ সেবা সংস্থার সহযোগিতায় আজ আজাদিকা অমৃত মহোৎসবের অংশ হিসেবে শুক্রবার আড়ালিয়া প্রিয়লাল সাহা স্মৃতি মিলনায়তনে বিশ্ব সাইকেল দিবস উদযাপন কর্মসূচি আনুষ্ঠানিক সূচনা হয়। এদিন মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন ত্রিপুরা রাজ্য ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তর এর অধিকর্তা সুবিকাশ দেব্বর্মা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার। এদিন দীপা কর্মকার বক্তব্য রাখতে গিয়ে বলেন বহু দেশে গিয়ে দেখেছেন সেখানকার মানুষ প্রায় সকলেই বাইসাইকেল ব্যবহার করে থাকেন যাতে করে সেখানকার পরিবেশ যেমন সুস্থ থাকে তেমনি দেহ মন ও ভালো থাকে তাই তিনি অনুরোধ রাখেন আমাদের দেশ এবং রাজ্যের সকলেই যেন বাইসাইকেল ব্যবহার করেন যার ফলে পরিবেশ সুরক্ষিত থাকবে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের অর্জুন পুরস্কার প্রাপক মন্টু দেবনাথ, এন এস এস স্টেট প্রোগ্রাম অফিসার ডক্টর চিত্রজিৎ ভৌমিক, ডিস্ট্রিক হেলথ অফিসার ডক্টর সঙ্গীতা চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত প্রতিযোগিদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য