9 লক্ষ 39, 580 mandays উনাকোটি জেলার গৌরনগর ব্লকে MGNREGA-এর অধীনে MGNREGA-এর অধীনে তৈরি হয়েছিল। ব্লকে গড় 97.72 দিন তৈরি হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে ১৫ কোটি ৭৩ লাখ ৫৪ হাজার টাকা। ব্লকের ১২ হাজার ৮৮২টি পরিবার উপকৃত হয়েছে। চলতি অর্থ বছরে গৌরনগর ব্লকে গত দুই মাসে এখনও পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৩১২টি কার্যদিবস তৈরি হয়েছে। এ পর্যন্ত ৫১ হাজার ৬৩৪টি পরিবার কাজের সুযোগ পেয়েছে। এতে ব্যয় হয়েছে ২ কোটি ৫৩ লাখ ৫৫ হাজার টাকা। এমনটাই জানিয়েছেন গৌরনগর ব্লকের BDO রামেশ্বর চক্রবর্তী