Tuesday, December 3, 2024
বাড়িখবররাজ্যরেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা মনিন্দ্র দাস নামক এক ব্যাক্তির

রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা মনিন্দ্র দাস নামক এক ব্যাক্তির

স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক সামান্য ঝগড়া কেন্দ্র করে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন মনিন্দ্র দাস নামে ৩০ বছরের এক ব্যক্তি তার বাড়ি সুভাষ নগর এলাকায় ঘটনা বৃহস্পতিবার সকালে। মনিন্দ্র দাস পেশায় বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ব্যবসা করতেন পরিবারে তার স্ত্রী সহ বড় ভাই ও মা-বাবা আছেন কিন্তু বিয়ের পর থেকে তাদের সংসার আলাদা করে থাকছে ন। বৃহস্পতিবার সকালে প্রত্যেক দিন এর মতো বাড়ি থেকে বের হয়েছিলে কিন্তু আর বাড়ি ফেরা হয়নি, প্রতাপগড় সুভাষ নগর রেল ব্রিজ নং ৪৩৮ এর সামনে ঝাপ দিয়েআত্মহত্যা করেন মনিন্দ্র দাস। এই ঘঠনা জানতে পেরে ঘঠনাস্তলে পুলিশ ও পরিবারের লোকেরাছুটে আসেন ঘঠনা সম্পক্রে মনিন্দ্র দাস এর বড় ভাই বলেন পারিবারিক সামান্য ঝগড়ার এই ঘঠনা ঘটিয়েছে বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য