মাছমারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গত ২৫ মে আশা ভরসা দিবস অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে ২০ জন আশা , দুই জন আশা ফেসিলিটেটর , এক জন এম পি এস , দুই জন কমিউনিটি হেলথ অফিসার , এবং ছয় জন এমপিডব্লিও উপস্থিত ছিলেন । উক্ত অনুষ্ঠানে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পে সুবিধাভোগীদের সুবিধা গ্রহণ , জাতীয় আয়োডিন এর অভাবজনিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প , জাতীয় পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প , জননী শিশু সুরক্ষা কার্যক্রম , জননী সুরক্ষা যোজনা , কুষ্ঠরোগী শনাক্তকরণ , ম্যালেরিয়া শনাক্তকরণে ব্লাড স্লাইড সংগ্রহ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় এবং এইসব বিষয়ের উপর লিখিত পরীক্ষা নেওয়া হয় । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।