Saturday, August 9, 2025
বাড়িখবররাজ্যট্রাফিক ই - চালান : আগরতলায় ভার্চুয়াল কোর্টের উদ্বোধন

ট্রাফিক ই – চালান : আগরতলায় ভার্চুয়াল কোর্টের উদ্বোধন

রাজ্যে ট্রাফিক ই – চালান মামলায় জরিমানা আদায়ের পদ্ধতিকে সহজতর করার লক্ষ্যে আজ থেকে শুরু হয়েছে ভার্চুয়াল কোর্ট ফর ট্রাফিক ই – চালান কেইসেস । আজ ত্রিপুরা হাইকোর্টের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে ভার্চুয়াল কোর্ট ফর ট্রাফিক ই – চালান পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তি । সুপ্রিম কোর্টের ই – কমিটি এই ভার্চুয়াল কোর্ট ওয়েব পোর্টালটি তৈরি করেছে । পাইলট প্রোজেক্ট হিসাবে বর্তমানে আগরতলা পুর নিগম এলাকায় এই পদ্ধতিতে জরিমানা দেওয়া যাবে । ধাপে ধাপে রাজ্যের অন্যত্রও এই ব্যবস্থা চালু করা হবে । পশ্চিম ত্রিপুরা জেলার জুডিশিয়াল মেজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্ট নং ১ , আগরতলাকে এই পদ্ধতিতে জরিমানা আদায়ের জন্য ত্রিপুরা হাইকোর্ট থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে । উদ্বোধনী অনুষ্ঠানের পর এই ভার্চুয়াল কোর্টের বিভিন্ন পদ্ধতিগত বিষয় নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থিত সকলকে অবগত করানো হয় । উল্লেখ্য , এই কোর্ট চালু হওয়ার ফলে ট্রাফিক ই – চালান সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য মামলাকারী ও আইনজীবিদের স্বশরীরে আদালতে উপস্থিত থাকতে হবেনা । বাড়িতে বসেই জরিমানার টাকা জমা দেওয়া যাবে । ট্রাফিক ই – চালান পদ্ধতির উদ্বোধন করে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী মোহন্তি বলেন , আজ ত্রিপুরা বিচার ব্যবস্থার জন্য এক উল্লেখযোগ্য দিন । বিচার ব্যবস্থায় ডিজিট্যাল পরিষেবা প্রদানে ত্রিপুরা হাইকোর্ট অনেকটাই এগিয়ে রয়েছে । তিনি আশা প্রকাশ করেন এই ব্যবস্থা চালু হওয়ায় সাধারণ মানুষ সহ এই পদ্ধতির সঙ্গে যুক্ত সকলেই উপকৃত হবেন । এরফলে সময়েরও সাশ্রয় হবে । অনুষ্ঠানে বিচারপতি সুভাশিষ তলাপাত্র বলেন , ডিজিট্যাল প্লাটফর্ম সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় । সেই দিকে সামঞ্জস্য রেখে এই ভার্চুয়াল কোর্টে পরিষেবা প্রদানের পদ্ধতি আগামীদিনে যাতে আরও উন্নততর করা হয় সেইদিকে নজর রাখতে হবে । তিনি এই ব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য সংশ্লিষ্টদের যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার জেনারেল দাতামোহন জমাতিয়া । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ , বিচারপতি টি অমরনথ গৌড় ও বিচারপতি এস জি চট্টোপাধ্যায় , অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর দে , পুলিশ মহানির্দেশক ভি এস যাদব , প্রধান সচিব এল ডার্লং , তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস সহ ত্রিপুরা হাইকোর্ট , ট্রাফিক ও অন্যান্য দপ্তরের পদস্থ আধিকারিকগণ ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven + 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য