Saturday, August 9, 2025
বাড়িখবররাজ্যখোয়াই মহকুমা ভিত্তিক সামার ক্যাম্প

খোয়াই মহকুমা ভিত্তিক সামার ক্যাম্প

খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে থেকে শুরু হয়েছে মহকুমা ভিত্তিক সামার ক্যাম্প । খোয়াই জিলাপরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা সামার ক্যাম্পের উদ্বোধন করেন । সামার ক্যাম্পের উদ্বোধন করে সভাধিপতি শ্রীদেববর্মা বলেন , ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা প্রদানে এধরণের ক্যাম্পের আয়োজন করা হয়েছে । ৭ দিন ব্যাপী এই সামার ক্যাম্পের সমাপ্তি হবে আগামী ৫ জুন । শিক্ষক শিক্ষিকাগণ সামার ক্যাম্পে মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ইংরেজী , অংক , বিজ্ঞান বিষয়ে শিক্ষাদান করবেন । উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা আধিকারিক সমরেন্দ্র দাস । উল্লেখ্য , আজ থেকে তেলিয়ামুড়া মহকুমার নেতাজীনগর হাই স্কুলেও তেলিয়ামুড়া মহকুমা ভিত্তিক সামার ক্যাম্প শুরু হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

6 + twenty =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য